Type Here to Get Search Results !

নিয়ে যাব তোকে || Niye Jaabo Tokey Song Lyrics From Murder In The Hills

Niye Jaabo Tokey Song Lyrics From Murder In The Hills

শান্ত পরিবেশ দার্জিলিং পাহাড়ের মেঘ ও কুয়াশার আবরণে ঢাকা মিষ্টি সূর্যের আলোর ছটা আস্তে আস্তে উন্মোচিত করতে থাকে পাহাড়ের রানীর প্রভাতের সৌন্দর্যকে । তার সঙ্গে পরিলক্ষিত হতে থাকে তার চারপাশের পরিবেশ চিত্র। পাইন গাছের সারি, সাদা তুষারে মোরা উদ্যান। তার এই সজ্জিত শোভা প্রাণবন্ত করে তুলছে ,তার পর এইগান "Niye Jaabo Tokey" এই অসাধারন গান পরিবেষ্টিত মানিয়েছে বেশ ।মিষ্টি সুরে মন কেড়েছে সকলের ।গানটি লিখেছেন নীল দত্ত ,গানটিতে গলা দিয়েছেন রাহুল দত্ত গান টী Production এ আছে SVF Mousic ।গানটি নতুন একটি বাংলা ওয়েবসিরিস Murder in the Hills এ শোনা যাচ্ছে ।

 Song Credits  

  • Song Name : Niye Jaabo Tokey (নিয়ে যাব তোকে)
  • Movie Name: Murder In The Hills
  • Artist: Rahul Dutta
  • Written and Composed: Neel Dutt
  • Production: SVF Music
  • Programming: John Paul
  • Mixed and Mastered: Shomi Chatterjee

Murder In The Hills Web Series Song Niye Jaabo Tokey Bangla Lyrics

এখানে একফালি রোদ ঢোকে তোমার ঘরে
কুয়াশাটা জানালায় আটকে পড়ে
পাইন গাছের ফাঁকে সূর্য্যটা উঁকি মেরে বলে
নিয়ে যাব তোকে

হে এএএ হে এএএ হে এএএ

এখানে হাত বাড়ালেই
কোন না কোন বন্ধু জুটে যাবে
এখনো নীল নীল আকাশটা নীল হয়ে যাবে

চাঁদটা যখন উঁকি মারে আকাশে
গাছগুলো পাড়া দেয় ঘুমের দেশে
ব্যাকপ্যাক কঁধে নিয়ে সূর্যটা অ্যাডভেঞ্চারে
নিয়ে যাবে তোকে

হে এএএ হে এএএ হে এএএ

কত অজানা দ্বীপ কত অজানা দেশে
তারাগুলো নেমে এসে বসে পাশে
শিস দিয়ে গান গাইতে গাইতে ছায়াপথ ধরে
নিয়ে যাবে তোকে

হে এএএ হে এএএ হে এএএ…

Svf Music New Song Niye Jaabo Tokey English Lyrics

Ekhane ekfali roud dhoke tomar ghawre
Kuasha ta janalay aatke pore
Payne gachher fanke surjyo ta unki mere bole
Niye Jaabo Tokey

Hey eeee hey eeee hey eeee

Ekhane haat baralei
Kono na kono bondhu jutey jabe
Ekhono neel neel akashta neel hoye jabe

Chand ta jokhon unki mare akashe
Gachh gulo para daye ghumer deshe
Backpack kandhe niye surjyo ta adventure e
Niye Jaabe Tokey

Hey eeee hey eeee hey eeee

Koto ojana dip koto ojana deshe
Tara gulo neme ese bose pase
Shish diye gaan gaite chaya poth dhore
Niye jabe toke

Hey eeee hey eeee hey eeee…

Svf Music New Song Nie Jabo Toke Video

Video Credits

  • Cast: Rajdeep Gupta, Arjun Chakrabarty, Sandipta Sen, Suprobhat Das, Anindita Bose, Sourav Chakraborty, and Rajat Ganguly.
  • Story and Direction: Anjan Dutt
  • Music by: Neel Dutt
  • Production: SVF
আরও পরুন ভারত আমার ভারতবর্ষ লিরিক্স

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.