Icche Dana Lyrics in Bengali
Singer | Band paraspathar |
Singer | Band paraspathar |
Music | Band paraspathar |
Song Writer | Band paraspathar |
একঝাঁক ইচ্ছে ডানা বাংলা লিরিকস
একদিন দেখবো আলো,আঁধারের শেষ যেখানে
আসবেই দখিন বাতাস,
আকাশের বার্তা নিয়ে,
একঝাঁক ইচ্ছে ডানা,
যাদের আজ উড়তে মানা
মিলবেই তাদের অবাধ স্বাধীনতা।
যেখানে তোমার আমার কোনো কথা নেই,
কথা নেই কোথাও থামার
ঠিক নেই ঘরের হদিস,
শুধু আছে পথ কতদূর নেই তা জানা
দুঃখ নেই কিছু সেখানে,
নেই সুখ খোঁজবার কোনো দায়
প্রয়োজন নেই কারো একা বসে ভাববার,
একটু বাঁচার উপায়..
কেঁদো না বন্ধু আমার,
গাও গান নিয়ম ভাঙার
এ গানের শেষেই আছে,
ভোরের আকাশ ..
একঝাঁক ইচ্ছে ডানা,
যাদের আজ উড়তে মানা
মিলবেই তাদের অবাধ স্বাধীনতা।
Icche Dana Lyrics in English
Ekdin dekhbo alo andharer sesh jekhaneAshbei dokhin batash akasher barta niye
Ek jhank icche dana jader aaj urte mana
Milbei tader obadh swadhinota
Jekhane tomar amar kono kotha nei
kotha nei kothao thamar
Thik nei ghorer hodish
sudhu ache poth kotodur nei ta jana
Dukkho nei kichu sekhane
nei sukh khonjbar kono daay
Proyojon nei karo eka bose
bhab-bar ektu banchar upay
Kendo na bondhu amar
gao gaan niyom bhangar
E gaaner seshei ache bhorer akash
Ek jhak icche dana jader aaj urte mana
Milbei tader obadh swadhinata